National

অভিনব উদ্যোগ, ট্রেনে দূরপাল্লার যাত্রায় যাত্রীদের আর জলের সমস্যায় পড়তে হবেনা

দূরপাল্লার ট্রেনে যাত্রার সময় অনেক সময়ই যাত্রীরা জলের যোগান নিয়ে প্রশ্ন তোলেন। সেই সমস্যা আর রাখছে না রেল। এখন যাত্রীরাও জানতে পারবেন কতটা জল রয়েছে।

দূরে কোথাও যেতে গেলে দূরপাল্লার এক্সপ্রেস বা মেল ট্রেনে যাত্রা করেন অনেকে। তাঁদের এই দীর্ঘ সফরে জলের প্রয়োজন তো পড়েই। কিন্তু অনেক সময়ই ট্রেনে যাত্রার সময় যাত্রীরা অপর্যাপ্ত জলের সমস্যার কথা জানান।

অনেক সময় জলই থাকেনা। পরবর্তী স্টেশন না আসা পর্যন্ত সে সমস্যা মেটার সুযোগও থাকেনা অনেক সময়। দীর্ঘকালের এই সমস্যা এবার মেটাতে চলেছে ভারতীয় রেল। তারই উদ্যোগ শুরু হল।


পরীক্ষামূলকভাবে কামাখ্যা রেলওয়ে স্টেশনে ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসের একটি কামরায় এই অত্যাধুনিক ব্যবস্থা যোগ করা হয়েছে। এটি হল একটি আধুনিক ওয়াটার লেভেল ইনডিকেটর।

অর্থাৎ কামরায় জলের যোগান কত রয়েছে তা যে কোনও সময় যাত্রীরা জানতে পারবেন ওই সূচকের মাধ্যমে। যা নিখুঁত জলস্তর দেখাতে থাকে।


ফলে যাত্রীরা যেমন পরিস্কার হয়ে যান কামরায় ব্যবহার যোগ্য জল কতটা রয়েছে, তেমনই ওই ইনডিকেটরের সঙ্গে জিপিএস যুক্ত থাকে। তাতে দূরে থেকেও জানা যায় জলস্তর কতটা রয়েছে কোন ট্রেনের কোন কামরায়।

যাত্রীরা যাতে তাঁদের যাত্রাকালে ট্রেনে জলের সমস্যায় আগামী দিনে না পড়েন, ব্যবহারযোগ্য জলের যোগান যাতে তাঁরা সবসময় পেতে পারেন সেজন্য আগামী দিনে এই ওয়াটার লেভেল ইনডিকেটর মেশিন সব ট্রেনেই বসাতে চলেছে ভারতীয় রেল।

তবে আগে তা কতটা ঠিকঠাক কাজ করছে সফরকালে তা পরীক্ষা করতে আপাতত ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসের একটি কামরায় তার পরীক্ষা শুরু হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button