ক্ষেত জমির ওপর দাঁড়িয়ে ট্রেন ইঞ্জিন, কে রেখে গেল, ছুটে এলেন গ্রামবাসীরা
এ রাজ্যের কাছেই ঘটল এই ঘটনা। সকলে দেখলেন একটি ক্ষেত জমির ওপর দাঁড়িয়ে আছে একটি রেল ইঞ্জিন। এল কোথা থেকে, কে রেখে গেল। ভিড় জমল কৌতূহলী জনতার।
পশ্চিমবঙ্গের কাছেই এমন ঘটনা ঘটল যা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। গ্রামবাসীরা হঠাৎই লক্ষ্য করেন একটি ক্ষেতের ওপর দাঁড়িয়ে আছে একটি আস্ত ট্রেন ইঞ্জিন! অবাক হয়ে যান তাঁরা। খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
খবর পেয়ে গ্রামবাসীরা এই আজব কাণ্ড চাক্ষুষ করতে হাজির হন। দেখা যায় একটি রেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে ক্ষেতের মাঝখানে। কীভাবে এখানে এল ট্রেন ইঞ্জিন? কে রেখে গেল? কীভাবেই বা এই বিশাল ইঞ্জিন ক্ষেতের মাঝখানে বসিয়ে যাওয়া সম্ভব? একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে।
রেল কর্তৃপক্ষ পরে জানায়, ওই রেল ইঞ্জিনটি কেউ ওখানে রেখে যায়নি, বরং তা লাইন দিয়েই ছুটছিল। ইঞ্জিনের সঙ্গে কোনও বগি যুক্ত ছিলনা। ইঞ্জিনটি যাওয়ার সময় একসময় লাইনচ্যুত হয়। তারপরও তার গতি থামেনি।
বরং তা লাইন থেকে নেমে লাগোয়া ক্ষেতের ওপর দিয়ে চলতে থাকে। অবশ্য কিছুটা এগিয়ে তারপর থেমে যায়। তাই ওই ইঞ্জিনটিকে ওভাবে ক্ষেতের মাঝখানে দেখতে পান গ্রামবাসীরা।
বিহারের গয়া জেলায় ঘটনাটি ঘটেছে। গয়ার ওয়াজিরগঞ্জ স্টেশন ও কোলনা হল্টের মাঝামাঝি জায়গায় রঘুনাথপুর গ্রামের ধারে এই ঘটনা ঘটে।
কীভাবে ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারাল তা জানার চেষ্টা করছেন রেলের আধিকারিকরা। ইঞ্জিনটিকে ক্ষেত থেকে সরানোর ব্যবস্থাও করা হয়। ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষেতে চলে এলেও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।