Feature

রেলে টিটিই এবং টিসি ২ জনই টিকিট পরীক্ষক, এদের ফারাক কোথায়

রেলে যাঁরা সফর করেন তাঁরা জানেন টিটিই থাকেন। আবার টিসি-দেরও দেখতে পান তাঁরা। ২ জনের কাজই টিকিট পরীক্ষা করা। তাহলে ফারাকটা কোথায়।

রেলে সফর করতে হলে সঙ্গে টিকিট থাকতে হবে। সেই টিকিট থাকলে তবেই ট্রেনে সফর করা যায়। তা না হলে জরিমানা। টিকিট আছে না নেই তা পরীক্ষা করার জন্য টিকিট পরীক্ষক থাকেন রেলে।

তাঁদের বলা হয় ট্রাভেল টিকিট এক্সামিনার বা টিটিই এবং টিকিট চেকার বা টিসি। যাত্রীদের টিকিট পরীক্ষাই যখন কাজ তাহলে ২ রকম টিকিট পরীক্ষক কেন? এর কারণ ২ জনের ২ রকম কাজ।


টিটিই চলমান ট্রেনে টিকিট পরীক্ষা করেন। যদি দূরপাল্লার কোনও ট্রেনে চড়া হয় তাহলে টিটিই আসেন, টিকিট পরীক্ষা করে দেখেন। ট্রেনের মধ্যে যাত্রীদের খাবার নিয়ে কোনও সমস্যা হলেও তা দেখেন টিটিই।

এমনকি তিনি বিষয়টি নিয়ে আসন্ন স্টেশনে খবরও পাঠান। এছাড়া যাত্রীদের আসন স্থির না থাকলে তা স্থির করে দেওয়াও তাঁদের কাজ। এমনকি বিনা টিকিটে ভ্রমণ করলে জরিমানা নেওয়া বা অন্য কোনও পদক্ষেপ গ্রহণও টিটিই-র কাজের মধ্যে পড়ে।


ট্রেনের মধ্যে টিটিই যদি টিকিট পরীক্ষক হন, তাহলে ট্রেনের বাইরে টিকিট পরীক্ষক হলেন টিসি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাঁরা টিকিট পরীক্ষা করে দেখেন তাঁরা টিটিই নন, তাঁরা টিসি। তাঁদের কাজের পরিধি টিটিইদের মত অত বেশি নয়।

টিসিরা মূলত প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের টিকিট পরীক্ষা করা এবং কারও কাছে টিকিট না থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। ফলে টিকিট পরীক্ষাই কাজ হলেও টিটিই এবং টিসি রেলের ২ কাজে নিযুক্ত টিকিট পরীক্ষক।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button