অকল্পনীয় গতিতে ছুটে যাবে ট্রেন, চোখের পলকে গন্তব্যে পৌঁছতে অভিনব উদ্যোগ
জীবনের গতি বাড়ছে। তার সঙ্গে তাল মিলিয়ে কমছে সময়। তাই রেলপথে গন্তব্যে পৌঁছতে দরকার অতি দ্রুতগতির রেল পরিষেবা। সে পথে এক অভিনব পদক্ষেপ নিল রেলমন্ত্রক।
জীবনের গতি বেড়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সময়ের স্বল্পতা। সময় কম। কাজ বেশি। তার সঙ্গে তাল মেলাতে যানবাহনের গতি বাড়ানোর দরকার। যাতে গন্তব্যে পৌঁছতেই অনেকটা সময় নষ্ট না হয়।
এজন্য বিমান পরিষেবা রয়েছে। কিন্তু তা সকলের সাধ্যের মধ্যে যেমন নয়, তেমন তা সর্বত্রগামীও নয়। এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে পৌঁছতে সেই ট্রেনই ভরসা।
ভারতের বুক চিরে যাতে অতি দ্রুতগতির ট্রেন চালু করা যায় সেজন্য পদক্ষেপ করল রেলমন্ত্রক। ২৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিতে যাতে ট্রেন ছোটানো যায় সেজন্য একটি বিশেষ লাইন পাতার কাজ চলছে জোরকদমে।
এই লাইনটি ওই পর্যায়ের গতিতে ছুটে চলা ট্রেনের উপযুক্ত করে তৈরি করা হচ্ছে। রাজস্থানের যোধপুর ডিভিশনের সম্বর লেকের কাছে দীদওয়ানা জেলার গুধা এবং থাথানা মিথদি-র মধ্যে এই লাইন পাতার কাজ চলছে।
৬০ কিলোমিটার পথে এই লাইন পাতা হবে। খরচ হবে ৮২০ কোটি টাকা। ২০২৫ সালের মধ্যেই এই লাইন পাতার কাজ শেষ হবে। তারপর তা পরীক্ষা করে দেখা হবে।
এই পরীক্ষা সফল হওয়া কিন্তু ভারতীয় রেল পরিষেবায় যুগান্ত তৈরি করতে পারে। এই লাইন পাতার কাজ অবশ্য ওই পথে বর্তমান রেল যোগাযোগ পরিষেবার ওপর কোনও প্রভাব না ফেলেই হচ্ছে। এই লাইনও একদম আলাদা করে তৈরি হচ্ছে। সেখানে প্রযুক্তিও আলাদা। যাতে ওই প্রবল গতি সহ্য করতে পারে লাইন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা