Feature

ট্রেনের কোনও কামরায় এম১ লেখা মানে তা এক বিশেষ ধরনের কামরা

ট্রেনে যাঁরা দূরপাল্লায় সফর করেন তাঁদের ট্রেনের কামরার কোড সম্বন্ধে ধারনা আছে। ট্রেনে যদি কোনও কামরায় এম১ লেখা দেখা যায় তার মানে কি জেনে রাখা ভাল।

ভারতে বহু মানুষ সারাদিনে দূরপাল্লায় সফর করছেন। যেখানে টানা বসে যাওয়া সম্ভব নয়। শোওয়ার সুবিধা থাকা দরকার। এজন্য স্লিপার ক্লাস তো রয়েছেই। তার সঙ্গে এখন সফরকালে গরম থেকে রেহাই পেতে এবং বিলাসিতার সঙ্গে সফরের সুযোগের জন্য অনেকে এসি কামরা বেছে নেন।

এর ভাড়া সাধারণ স্লিপার কামরার চেয়ে অনেক বেশি হয়। এই এসি কামরার আবার নানা ধরন হয়। যেমন এ১, এ২ বা এ৩ লেখা কামরাগুলি হল ২ টায়ার স্লিপার এয়ারকন্ডিশন কোচ।


এর নিচে হল বি১, বি২, বি৩ এবং এমন বি দিয়ে কোচ। এগুলির মানে হল ৩ টায়ার স্লিপার এয়ারকন্ডিশন কোচ। তেমন ইদানিংকালে এম দিয়ে কোচ দেখতে পাওয়া যায় অনেক ট্রেনে।

এই এম কামরা হল আদপে থার্ড এসি ইকোনমি কোচ। এগুলিতেও এয়ারকন্ডিশন রয়েছে। যেমন ৩ টায়ারে হয় তেমনই এখানেও রয়েছে। কিন্তু ৩ টায়ার কামরার তুলনায় এই কামরা অতটাও আরামদায়ক নয়।


এর সিট ছোট হয়। ফলে এই কামরায় সিট বাড়ানোর সুযোগ থাকে। এই ধরনের কামরায় ৭২টি নয়, বরং ৮৩টি সিট থাকে। তবে এই কামরাগুলিতে মিডল বার্থ বা আপার বার্থে ওঠার জন্য সিঁড়ি অনেক ভাল হয়।

সাজসজ্জা আধুনিকতার কথা মাথায় রেখে করা হয়েছে। কিছুটা সমস্যা বসার বা শোওয়ার। কারণ সিট অতটা চওড়া হয়না। ফলে লম্বা সফরে কিছুটা অসুবিধা হয়। এখন অনেক ট্রেনেই এই কামরা যোগ করা হচ্ছে। এতে যাত্রীও বেশি বহন করা যাচ্ছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button