Feature

ট্রেনের কামরার গায়ে ৫ সংখ্যার নম্বর থাকে, এর মানে সব যাত্রীর জানা উচিত

ট্রেনে সফর তো অনেকেই করেন। অনেকেই লক্ষ্য করেছেন কামরার গায়ে ৫ সংখ্যার একটি নম্বর থাকে। তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। সকলের জানা উচিত।

ভারত জুড়ে বহু ট্রেন সারাদিনে নানা প্রান্তে ছুটছে। এই ট্রেনের কামরার গায়ে অনেকেই লক্ষ্য করে থাকবেন যে একটি ৫ সংখ্যার নম্বর লেখা থাকে। অনেকেই হয়তো তা দেখেও দেখেননা।

কিন্তু এই ৫ সংখ্যা অনেক কিছু বলে দেয়। যার অর্থ জানা থাকলে যে কেউ ওই নম্বর দেখে ট্রেনটি সম্বন্ধে একাধিক তথ্য বলে দিতে পারবেন।


যে ৫ সংখ্যার নম্বরটি লেখা থাকে তার প্রথম যে ২টি সংখ্যা তা ট্রেনের বয়সের কথা জানান দেয়। যেমন ধরা যাক একটি ট্রেনের কামরার গায়ে লেখা রয়েছে ২১৪০১।

তার মানে হয় এই কামরাটি ২০২১ সালে তৈরি হয়েছিল। তারই ২১ হল প্রথম ২টি সংখ্যা। এমনভাবে যদি ধরে নেওয়া যায় সেখানে ০৯ লেখা থাকত তাহলে ট্রেনটি তৈরি হয়েছে ২০০৯ সালে।


এবার আসা যাক পরের ৩টি সংখ্যায়। উপরে দেওয়া উদাহরণ ধরেই বোঝানো যেতে পারে। ২১৪০১ নম্বর লেখা কোচটি যে ২০২১ সালে তৈরি তা তো জানা হয়ে গেছে।

৪০১ সংখ্যাটা বুঝিয়ে দিচ্ছে সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা সেটি। কামরাটি এসি, নন এসি, জেনারেল কি ধরনের কামরা তা বুঝিয়ে দেয় এই নম্বর। কীভাবে বোঝা যাবে সেটি?

শেষ ৩টি সংখ্যা যদি ০০১ থেকে ০২৫-র মধ্যে হয় তাহলে বুঝতে হবে কামরাটি এসি প্রথম শ্রেণির কামরা। এমনভাবে ০৫১ থেকে ১০০-র মধ্যে মানে এসি টু টায়ার, ১০১ থেকে ১৫০-র মধ্যে মানে এসি থ্রি টায়ার, ১৫১ থেকে ২০০-র মধ্যে মানে এসি চেয়ার কার, ২০১ থেকে ৪০০ মানে দ্বিতীয় শ্রেণির স্লিপার, ৪০১ থেকে ৬০০-র মধ্যে মানে সাধারণ দ্বিতীয় শ্রেণি, ৮০১-এর উপরে মানে প্যান্ট্রি কার বা জেনারেটর। এই ৫ সংখ্যার নম্বরের আসল রহস্য জানা হয়ে গেল। আগামী দিনে সফরকালে যাত্রীরা তা পরখ করে নিতে পারেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button