National

দেশের বুকে বুলেট ট্রেন ছোটা নিয়ে সুসংবাদ দিল কেন্দ্র

দেশের বুক চিরে ছুটে যাবে বুলেট ট্রেন। সেই স্বপ্ন সফল হওয়া এখন সময়ের অপেক্ষা। যা নিয়ে সুসংবাদ দিল কেন্দ্র।

দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হবে মুম্বই ও আমেদাবাদ শহরের মধ্যে। যা ১৩টি নদীর উপর দিয়ে ছুটে যাবে। যাত্রাপথে অনেক রাস্তা, অনেক রেললাইন পার করবে এই অতি দ্রুতগতির ট্রেন।

বুলেট ট্রেন চালু করতে কাজ যে কত দ্রুত এগোচ্ছে তা বছর শেষের খতিয়ানে স্পষ্ট করল ভারতীয় রেল। ইতিমধ্যেই ৩৫২ কিলোমিটার পথের স্তম্ভ তৈরির কাজ শেষ হয়ে গেছে।

অনেকগুলি নদীর ওপর ব্রিজ তৈরিও সম্পূর্ণ হয়েছে। গুজরাটে একটিই মাত্র পাহাড়ের মধ্যে দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজও হয়ে গেছে। মহারাষ্ট্রের মধ্যে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজও দ্রুত এগোচ্ছে।

পালঘরে ৭টি এমন সুড়ঙ্গ তৈরি হচ্ছে যার মধ্যে দিয়ে ছুটে যাবে বুলেট ট্রেন। তৈরি হয়ে চলেছে একের পর এক স্টেশনও। যা অত্যাধুনিক উপায়ে তৈরি করা হচ্ছে।


যার ওপর লাইন পাতা হবে সেই বিশেষ ধরনের কংক্রিটের ট্র্যাকও অনেক জায়গায় তৈরি হয়েছে এবং বাকি অংশে হচ্ছে। আনন্দ, ভদোদরা, সুরাট এবং নভসারি জেলায় এই কংক্রিটের বিশেষ ধরনের ট্র্যাক বেড তৈরির কাজ পুরোদমে চলছে।

সব মিলিয়ে বুলেট ট্রেনের স্বপ্নকে সার্থক করতে কাজ দ্রুত গতিতে যে এগোচ্ছে তা বছর শেষে জানিয়ে দিল ভারতীয় রেল। বুলেট ট্রেন ভারতে চালু হলে রেলপথে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। যা আধুনিক ভারতকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button