মেট্রো পরিষেবায় বিশ্ব দরবারে অনন্য সম্মান অর্জন করল ভারত
মেট্রো পরিষেবায় এবার বিশ্বের মানচিত্রে নিজেদের একটা সুযোগ্য স্থান দখল করল ভারত। বিশ্ব দরবারে অর্জন করে নিল এক অনন্য সম্মান।
ভারতে মেট্রো পরিষেবা চালু হয়েছিল কলকাতায়। সেটা ৮০-র দশকের কথা। তারপর ক্রমে তা এখন অন্য শহরেও ছড়িয়েছে। এখন দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ নানা শহরে মেট্রো পরিষেবা বহু মানুষের যাতায়াতকে সুগম করেছে।
এবার সেই মেট্রো পরিষেবার ক্ষেত্রে বিশ্বের দরবারেও নিজেদের একটা মাইলস্টোন তৈরি করে ফেলল ভারত। ভারতে এখন ১ হাজার কিলোমিটার পথ মেট্রো পরিষেবার অন্তর্গত। অবশ্যই যত শহরে রয়েছে তার পুরো পথ যোগ করেই এই সংখ্যা।
তবে ১ হাজার কিলোমিটার পথ মেট্রো পরিষেবার অন্তর্গত করাটা মুখের কথা নয়। যা আরও বাড়ছে। দিল্লি, কলকাতার মত একাধিক শহরে একটিমাত্র রুটে নয়, নানা রুটে মেট্রো পরিষেবা চলছে। ফলে শহরের নানা প্রান্তে মেট্রোর সাহায্যে পৌঁছে যাওয়া এখন সেসব শহরের মানুষের হাতের মুঠোয়।
ভারত ১ হাজার কিলোমিটার পথ মেট্রো পরিষেবায় যুক্ত করার সঙ্গে সঙ্গে বিশ্বের তৃতীয় এমন দেশের সম্মান অর্জন করল। বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো পরিষেবা এখন ভারতে রয়েছে। যা অবশ্যই এক বিরল কৃতিত্ব।
ভারতে এখন ১১টি রাজ্যে মেট্রো পরিষেবা রয়েছে। ১১টি রাজ্যের ২৩টি শহরের মানুষ মেট্রো পরিষেবা পাচ্ছেন। যেখানে ২০১৪ সালে প্রতিদিন ২৮ লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াতের সুবিধা গ্রহণ করতেন, সেখানে তা বেড়ে এখন ১ কোটি ছুঁয়েছে।
অর্থাৎ ১ দিনে এখন ১ কোটির ওপর মানুষ ভারতে মেট্রো পরিষেবা ব্যবহার করেন। ভারতে কিন্তু মেট্রো পরিষেবার ব্যাপ্তি থেমে নেই। তা আরও নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ অব্যাহত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা