National

ভারতীয় রেলের এই অভিনব ট্রেন ২ দিন দাঁড়িয়ে থাকবে আপনাকে ফিরিয়ে আনার জন্য

ট্রেনে চড়ে কেউ বেড়াতে যেতেই পারেন। কিন্তু সেই ট্রেনেই ফেরা সম্ভব হয়না। এই অভিনব ট্রেনটি সেই সুবিধা দিচ্ছে। পর্যটনকে অন্য উচ্চতায় পৌঁছে দিল ভারতীয় রেল।

ভারতে এখন নতুন হাওয়া। আধুনিকতার পরশ। এক ভারত শ্রেষ্ঠ ভারত হোক বা দেখো আপনা দেশ, ভারতীয় পর্যটন তার গতি বাড়াতে উদ্যোগে খামতি রাখতে চাইছে না। আর পর্যটনে যোগাযোগের এক বড় ভূমিকা থেকেই যায়। যার মেরুদণ্ডই হল ট্রেন।

ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে ফেলতে ট্রেন এখনও অধিকাংশ মানুষের ভরসা। এমনকি পর্যটকদেরও। যাঁরা খরচ করতে সক্ষম তাঁরাও দেশকে ভাল করে দেখতে ট্রেন ভ্রমণকে বেছে নেন।


পর্যটনকে অন্য মাত্রায় পৌঁছে দিতে গত ৩ জানুয়ারি একটি বিশেষ ট্রেন রাজস্থানের রাণা প্রতাপ নগর থেকে যাত্রা শুরু করেছিল। যা গত ৫ জানুয়ারি এসে পৌঁছয় অসমের কামাখ্যায়। আপাতত সেখানেই দাঁড়িয়ে আছে ট্রেনটি।

কারণ যাঁদের নিয়ে ট্রেনটি কামাখ্যা পৌঁছেছে তাঁরা ২ দিন ধরে কামাখ্যা মন্দির সহ নানা জায়গায় ভ্রমণে ব্যস্ত। ৭ জানুয়ারি তাঁরা ফের ওই ট্রেনে এসে চড়বেন।


ট্রেন তাঁদের নিয়ে ফের রওনা দেবে রাণা প্রতাপ নগরের দিকে। ৯ জানুয়ারি সেটি সকলকে ফিরিয়ে নিয়ে আসবে রাজস্থানের রাণা প্রতাপ নগরে।

ভারত গৌরব নামে এই বিশেষ ট্রেন পর্যটনের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ট্রেনে রয়েছে পর্যটকদের জন্য নানা সুবিধা। সেই সঙ্গে এই বিশেষ ট্রেন পর্যটকদের ফিরিয়ে দিচ্ছে যেখান থেকে যাত্রা করেছিলেন সেখানে।

এতে পর্যটন যেমন উন্নত হবে, তেমনই ভারতের নানা প্রান্ত সম্পর্কে, সেখানকার সংস্কৃতি, পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ হবে। যদিও এই ট্রেনে ভ্রমণের খরচ একটু বেশি। তবে পর্যটকরা যাঁরা এই ট্রেনে যাত্রা করবেন তাঁরা এক অন্যই অভিজ্ঞতার সাক্ষী হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button