National

ঐতিহাসিক মুহুর্ত, বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ পার করল বন্দে ভারত

এক ইতিহাসের সাক্ষী হলেন ভারতবাসী। গর্বেরও বটে। বন্দে ভারত এক্সপ্রেস এবার পৌঁছে গেল বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজেও। পার করল সেতু।

ইতিহাসের সাক্ষী হল ভারত। বন্দে ভারত ছুটল বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজের ওপর দিয়ে। যা ভারতবাসীকে গর্বিত করেছে। এদিন বিশেষভাবে তৈরি বন্দে ভারত ট্রেনটি শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রা করে।

এই যাত্রায় কোনও সমস্যা হয়নি। ফলে রেলে কাশ্মীরের সঙ্গে নিত্য যোগাযোগের পথ খুলে গেল। বহু প্রতীক্ষিত উধমপুর, শ্রীনগর, বারামুলা রেল যোগাযোগ এবার বাস্তবায়িত হওয়া সময়ের অপেক্ষা।

এদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কোনও যাত্রী ছিলেননা। ছিল পরীক্ষামূলক যাত্রা। যে যাত্রায় বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ অতিক্রম করে ট্রেনটি। প্রসঙ্গত ভারতের চেনাব ব্রিজ এখন বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ।

চন্দ্রভাগা নদীর ওপর তৈরি এই ব্রিজটি ১ হাজার ১৭৮ ফুট উঁচু। তার ওপর দিয়ে নিজস্ব গতিতেই ছুটে যায় বন্দে ভারত। যাত্রাপথে পার করে ভারতের প্রথম কেবল স্টাইলড রেলওয়ে ব্রিজ আঞ্জি খাদ ব্রিজ।


এদিন রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই ট্রেনের সফল যাত্রার কথা জানানো হয়েছে। এতে কাশ্মীরের মানুষ আগামী দিনে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারবেন।

বন্দে ভারত ট্রেন এখন ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। তবে এই বন্দে ভারতটি প্রযুক্তিগত ভাবে একটু আলাদা। জম্মু কাশ্মীরের প্রবল ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করতে সক্ষম করে তৈরি করা হয়েছে এই বন্দে ভারতকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button