এটিই ভারতের সবচেয়ে ধনী রেলস্টেশন, উত্তরটা কিন্তু খুব সহজ নয়
ভারতের সবচেয়ে ধনী রেলস্টেশন কোনটি জিজ্ঞেস করলে অনেকেই বলবেন মুম্বই, কলকাতা, চেন্নাই,আমেদাবাদের মত প্রথমসারির স্টেশনের নাম। কিন্তু এরমধ্যে কোনওটিই নয়।

ভারতের সবচেয়ে ধনী রেলস্টেশন কোনটি? এর উত্তরটা কিন্তু খুব সহজ হবেনা। বিশেষ করে যখন এটা জানা যায় যে সেটি মুম্বই, হাওড়া, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমেদাবাদের মত অতি ব্যস্ত স্টেশনও নয়।
তাহলে কোন স্টেশন সবচেয়ে বেশি রোজগার করে? ভারতীয় রেল দেশজুড়ে ৭ হাজার ৩০০-র ওপর রেলস্টেশন নিয়ন্ত্রণ করছে। সেখানকার ব্যবস্থাপনা দেখছে। প্রায় ২ কোটি মানুষ প্রতিদিন বিভিন্ন স্টেশন দিয়ে যাতায়াত করছেন।
১৩ হাজারের ওপর ট্রেন দেশজুড়ে জালের মত ছড়িয়ে থাকা রেললাইন ধরে যাত্রীদের নিয়ে ছুটে চলেছে গন্তব্যের দিকে। দেশজুড়ে ছড়িয়ে থাকা রেলস্টেশনের প্রতিটিরই কমবেশি রোজগার তো রয়েছেই।
তবে সকলের মধ্যে সবচেয়ে বেশি কোন স্টেশনের রোজগার তা জানার জন্য ২০২৩-২৪ সালের খতিয়ানে নজর রাখতে হয়। ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে পাওয়া তথ্য বলছে যে স্টেশনটি ভারতে সবচেয়ে বেশি রোজগার করা স্টেশনে ভূষিত হয়েছে সেটির সেই অর্থবর্ষে রোজগার ৩ হাজার ৩৩৭ কোটি টাকা!
ভারতের কোনও একটি রেলস্টেশনের একার রোজগারের নিরিখে এটাই সর্বোচ্চ। আর সেই স্টেশনটি হল নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। ভারতের একটি রেলস্টেশন বিজ্ঞাপন, দোকান বা প্ল্যাটফর্ম টিকিট থেকে প্রতিবছর একটা অঙ্কের টাকা রোজগার করে।
প্রতিটি স্টেশনের রোজগারের যে অঙ্ক হয় তা খতিয়ে দেখে নিউ দিল্লি রেলস্টেশন ছিল ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের সবচেয়ে ধনী রেলস্টেশন।