Feature

ভারতের সবচেয়ে লম্বা নামের রেলস্টেশন এটি, অনেকেই স্টেশনটিতে গেছেন

একটি রেলস্টেশনের নামে রয়েছে ৫৭টি অক্ষর। এটাই ভারতের সবচেয়ে লম্বা নামের রেলস্টেশন। স্টেশনটি ছোট করেই পরিচিত। আর সেটা সকলের জানা নাম।

ভারতের যে কটি পরিচিত রেলস্টেশন রয়েছে যেগুলির নাম দেশের অধিকাংশ মানুষের জানা, দেশের সবচেয়ে লম্বা নামের রেলস্টেশন তারই একটি। পরিচিতি তার বহুল পরিচিত নামে হলেও আদপে তার আনুষ্ঠানিক নামটি কিন্তু সত্যিই লম্বা।

এটি একটি টার্মিনাল স্টেশনও। যার পরে লাইন এগিয়ে যায়না। যেমন হাওড়া বা শিয়ালদহ স্টেশন। যেখানে প্রতিটি প্ল্যাটফর্মেই লাইন শেষ হচ্ছে। যেতে গেলে ফের উল্টো দিকে যাত্রা করতে হবে।


এমনই একটি স্টেশন এটি। যার আগের নাম ছিল মাদ্রাজ সেন্ট্রাল। পরে চেন্নাই হওয়ার পর এখন সাধারণভাবে সেটি চেন্নাই সেন্ট্রাল নামেই পরিচিত। কিন্তু রেলের খাতায় তার নাম ‘পুরাতচি থালাইভার ডিআর. এম.জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন’।

এটি যখন ইংরাজি হরফে লেখা হয় তখন তার মোট অক্ষর সংখ্যা হয় ৫৭টি। এটিই হল ভারতের সবচেয়ে লম্বা নামের রেলস্টেশন। যে নামে সাধারণ মানুষ এই স্টেশনের সম্বন্ধে না বললেও টিকিট থেকে রেলের অন্যত্র এটি ওই বিশাল নামেই পরিচিত। ভারতে এর চেয়ে বেশি অক্ষর সম্বলিত কোনও রেলস্টেশন নেই।


২০১৯ সালের আগে এই স্টেশনের নাম চেন্নাই সেন্ট্রালই ছিল। ওই বছর তামিলনাড়ুর এআইএডিএমকে সরকারের অনুরোধে এই স্টেশনের নাম পরিবর্তনে সবুজ সংকেত দেয় কেন্দ্র।

তামিলনাড়ুর প্রবাদপ্রতিম মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের নামানুসারে চেন্নাই সেন্ট্রালের নতুন নাম হয় ‘পুরাতচি থালাইভার ডিআর. এম.জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন’।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button