National

রেলের দুনিয়ায় ফের বিশ্বসেরা, ভারতের মুকুটে জুড়ল নতুন পালক

যে কোনও ক্ষেত্রেই দেশের বিশ্বসেরা হওয়াটা দেশবাসীকে গর্বিত করে। সেই সেরার স্বীকৃতি এনে ভারত রেলের জগতে ফের ভারতীয়দের গর্বিত করল।

ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন নিল। এবার সাফল্য এল রেলের দুনিয়া থেকে। ভারতীয় রেলের ঝুলিতে এমন অনেক সাফল্যই রয়েছে যা বিশ্ববাসীকে চমকে দিয়েছে। এবার তারা রেলের প্রাণ রেলের ইঞ্জিনের ক্ষেত্রে এমন এক সাফল্য অর্জন করল যা দেশবাসীকে গর্বিত করল।

রেলের কামরাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ রেল ইঞ্জিনের। ইঞ্জিনের শক্তিতেই বলীয়ান পুরো যানটি। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত সেই লোকোমোটিভ উৎপাদন করেছে ১ হাজার ৬৮১টি।


সহজ করে বললে ১ বছরে ভারতে ১ হাজার ৬৮১টি রেল ইঞ্জিন তৈরি হয়েছে। যা বিশ্বের আর কোনও দেশে সম্ভব হয়নি। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতই এমন এক দেশ যারা সর্বাধিক রেল ইঞ্জিন প্রস্তুত করল। রেল মন্ত্রকের তরফেই এই সাফল্যের কথা তুলে ধরা হয়েছে।

হিসাবে বলছে একটা দেশ দূরে থাক ইউরোপেও এতগুলো রেল ইঞ্জিন ১ বছরে তৈরি হয়নি। শুধু ইউরোপ বলেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা হোক বা অস্ট্রেলিয়া, কোথাওই একসঙ্গে এতগুলি রেল ইঞ্জিন তৈরি হয়নি বা তারা উৎপাদন করে উঠতে পারেনি।


এটাই প্রমাণ করে বিশ্ব রেল মানচিত্রে ভারত কতটা শক্তিশালী। প্রসঙ্গত ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ২০৯টি রেল ইঞ্জিন বেশি তৈরি হয়েছে দেশে।

রেল ইঞ্জিন তৈরি করার সক্ষমতায় ভারত কতটা এগিয়ে রয়েছে তাও গত অর্থবর্ষের উৎপাদন সাফল্য প্রমাণ করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button