National

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন উচ্চতা ছুঁল ভারতীয় রেল

যাত্রীদের চাহিদা বাড়ছে। সেক্ষেত্রে রেলকেও তার সঙ্গে তাল মেলাতে হচ্ছে। কামরা নিয়ে যাত্রীদের কথা ভেবে নতুন উচ্চতা ছুঁয়ে ফেলল ভারতীয় রেল।

রেলে সফর করেন এমন মানুষের সংখ্যা অনেক। কিছু মানুষ আছেন যাঁরা নিয়মিত যাতায়াত করেন। কেউ কখনসখনও। তবে সার্বিক চিত্রটা হল রেলে সফরের চাহিদা বাড়ছে। আরও বেশি করে মানুষ রেলে সফর করছেন।

শুধু স্থানীয় যাতায়াত নয়, দূরপাল্লার সফরেও রেলের ওপর যাত্রীদের চাপ বাড়ছে। যাত্রীদের নিয়ে ছুটে যাওয়া রেলের কামরা বিভিন্ন সময়ে বদলেছে।


রেল কর্তৃপক্ষ যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কামরাগুলিকে আরও সুন্দর, আধুনিক, নানা সুবিধায় ভরা কামরা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। যাত্রী চাহিদার সঙ্গে তাল মেলাতে কামরার ক্ষেত্রে এক নতুন উচ্চতা ছুঁয়ে ফেলল ভারতীয় রেল।

২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় রেল ৭ হাজার ১৩৪টি নতুন কামরা তৈরি করেছে। যা নিজেই একটা রেকর্ড। এতগুলি কামরা ১ বছরের মধ্যে এই প্রথম তৈরি করতে সমর্থ হল ভারতীয় রেল।


গত অর্থবর্ষে এই সংখ্যাটা ছিল ৬ হাজার ৫৪১টি। এক বছরে ৯ শতাংশ বেড়েছে কামরা উৎপাদন। যা ভারতীয় রেলের একটা বড় সাফল্য। কারণ এতে যাত্রীদের চাহিদা মত কামরা সরবরাহ সহজ হল। পুরনো কামরা সরিয়ে সেখানে অত্যাধুনিক কামরায় যাত্রীদের সফরের সুবিধা করে দেওয়া সুগম হল।

প্রসঙ্গত ভারতে ৩টি কামরা তৈরির কারখানা রয়েছে। তামিলনাড়ুর চেন্নাই, পঞ্জাবের কাপুরথালা এবং উত্তরপ্রদেশের রায়বরেলিতে রয়েছে কামরা তৈরির কারখানা।

এই ৩টি কারখানা থেকে সদ্য শেষ অর্থবর্ষে ৭ হাজার ১৩৪টি নতুন কামরা তৈরি করতে সমর্থ হয়েছে ভারতীয় রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button