National

এবার ট্রেনের কামরাতেই এটিএম, সফরকালে টাকার দরকার পড়লে আর সমস্যা নেই

ট্রেনে সফরকালে টাকার প্রয়োজন পড়তেই পারে। কিন্তু সে টাকা তোলার উপায় এতদিন ছিলনা। এখন কিন্তু ট্রেনেই পাওয়া যাবে এটিএম। চালু হল পরিষেবা।

ট্রেনে সফরকালে অনেক সময় আচমকা টাকার দরকার পড়তে পারে। সঙ্গে সবসময় যে সেই অঙ্কের টাকা থাকে এমনটা নাও হতে পারে। তাহলে উপায়। ছুটে চলা ট্রেনে টাকা তোলার তো কোনও রাস্তা নেই। এই রাস্তা নেইটা এখন অতীত।

এখন ট্রেনে যেতে যেতেই তোলা যাবে টাকা। ভারতে এই পরিষেবা চালু হয়ে গেল। ট্রেনের কামরাতেই থাকবে এটিএম। সেখান থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন যাত্রীরা।


সেই সঙ্গে তাঁরা চাইলে তাঁদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতে পারেন। চলন্ত ট্রেনের এই এটিএম থেকে চেক বইয়ের জন্য আবেদনও জানাতে পারবেন।

ভারতীয় রেলের এই পরিষেবা চালু হল মুম্বই থেকে মানমাদ রুটে চলাচল করা পঞ্চবটী এক্সপ্রেসে। একটিই এটিএম বসানো হয়েছে ট্রেনের এসি কামরায়। তবে ট্রেনের প্রতিটি কামরার যাত্রীই এই এটিএম পরিষেবার সুবিধা লাভ করতে পারবেন। কারণ পুরো ট্রেনটি ভেস্টিবিউল দ্বারা যুক্ত।


এদিকে যে এসি কামরায় এটিএম-টি বসানো হয়েছে সেই কামরাটি অনেক সময় মুম্বই হিঙ্গোলি জন শতাব্দী এক্সপ্রেসে যুক্ত করা হয়। ফলে ওই ট্রেনের যাত্রীরাও এই সুবিধা পাবেন।

ভারতীয় রেল ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের যৌথ উদ্যোগে চলন্ত ট্রেনে এই এটিএম পরিষেবা চালু করা হল। এটিএম-টিকে সিসিটিভি নজরদারিতে রাখা হয়েছে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে ট্রেনে এটিএম পরিষেবা যদি যাত্রীদের মধ্যে সেই পরিমাণ সাড়া ফেলতে পারে তাহলে অন্য অনেক ট্রেনেই এই পরিষেবা চালু করে দেওয়া হবে।

এদিকে পঞ্চবটী এক্সপ্রেসে এটিএম পরিষেবা দারুণভাবে কাজ করেছে। কোনও সমস্যা হয়নি। শুধু ইগতপুরি থেকে কাসারার মধ্যে সিগনাল পাওয়া নিয়ে কিছু সমস্যা হয়েছে। কারণ ওই পথে অনেক সুড়ঙ্গ পড়ে। যেখানে মোবাইল ফোন পরিষেবাও ব্যাহত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button