স্টেশন থেকে ট্রেন, সব ঝকঝকে হয়ে গেল নিমেষে, অথচ কেউ জল ছুঁল না
রেলের কোনও কর্মচারি তো নয়ই, কোনও মানুষকেই নড়ে বসতে হল না। অথচ নিমেষে সাফ হয়ে গেল স্টেশন চত্বর থেকে রেলের কামরা। এই প্রথম এমন ঘটনা ঘটল।

রেলস্টেশনকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে রেল কর্তৃপক্ষ অনেক কর্মী নিয়োগ করে। প্রতিটি রেলের কামরা পরিস্কার রাখতেও অনেক কর্মীর প্রয়োজন হয়। তাঁদের জন্য কাজটা নেহাত সহজ হয়না। ট্রেনের বাইরের অংশের এমন অনেক জায়গা হয় যেখানে হাত পৌঁছয় না। স্টেশনের ক্ষেত্রেও তাই।
একটি স্টেশনের এমন অনেক জায়গা থাকে যেখানে পৌঁছে পরিস্কার করা প্রায় অসম্ভব। কিন্তু ট্রেনের কামরা থেকে স্টেশন চত্বর পুরোটা সাফ রাখতে তো হবে!
তাহলে উপায়। সেই অভিনব উপায়ের পথেই হাঁটল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল। যার নমুনা গোটা দেশ দেখল কামাখ্যা রেলস্টেশনে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল এই প্রথম স্টেশন চত্বরের না পৌঁছতে পারা অংশ এবং ট্রেনের কামরার বাইরেটা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মানুষ নয়, ভরসা দেখাল ড্রোনের প্রতি।
ড্রোনের সাহায্যে হল পরিস্কারের কাজ। মানুষ যেখানে সহজে পৌঁছতে পারেনা, সেখানে অক্লেশে পৌঁছে গেল ড্রোন। জলের পাইপ দিয়ে সেসব জায়গা পরিস্কারও করে দিল।
আপাতত পরীক্ষামূলক হলেও এটা পরিস্কার যে ড্রোনের সাহায্যে রেলের কামরা থেকে স্টেশন চত্বর সাফাই ভারতীয় রেলের ভবিষ্যৎ হতে চলেছে। অন্তত সেইসব জায়গা যেখানে মানুষের পক্ষে পৌঁছে নিয়মিত পরিস্কার রাখা প্রায় অসম্ভব।
ড্রোন একাজ কিন্তু অতি সহজেই করতে পারছে। রেল কর্তারাও কামাখ্যা রেলস্টেশনে ড্রোনের সাফাই কর্ম দেখে অভিভূত। কত সহজে এবং কম সময়ে ড্রোন নিখুঁত করে সাফ করে দিল তা দেখে আগামী দিনের সাফাই কর্ম নিয়ে সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা