
বৃষ্টিতে বানভাসি টিকিয়াপাড়া কারশেড থেকে বুধবার সকালেও জল নামার নাম নেই। যার জেরে বৃষ্টির ৪৮ ঘণ্টা পরেও ট্রেন চলাচল বিঘ্নিত, অনিয়মিত। এদিনও ৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছেন রেল কর্তৃপক্ষ। যারমধ্যে রয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেসের মত গাড়ি। এছাড়া লাইনে জল থাকার কারণে বাতিল করা হয় ৩৫টি লোকাল ট্রেনও। যারমধ্যে রয়েছে পাঁশকুড়া লোকাল, কোলাঘাট লোকালের মত গাড়ি। এছাড়া বহু ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে। ফলে নাকাল হচ্ছেন যাত্রীরা।