রবিবার ভোর প্রায় ৫টা। মালদহের সামসি স্টেশনের কাছে রেল লাইনের ধার ধরে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন যুবক। তাঁদেরই প্রথম নজরে আসে ঘটনাটা। তাঁরা দেখেন রেললাইনের প্রায় ১ ফুট অংশ গায়েব! ওই অংশটা ফাঁকা। এর ফল কী হতে পারে তা বুঝতে এতটুকু অসুবিধা হয়নি তাঁদের। যতদ্রুত সম্ভব সামসি স্টেশনে হাজির হয়ে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা। এর সামান্য সময়ের ব্যবধানেই ওই লাইন দিয়ে শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ছুটে যাওয়ার কথা।
তৎক্ষণাৎ পদাতিক এক্সপ্রেসকে সামসি স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে হাজির হন রেল আধিকারিকরা। দেখা যায় প্রায় ১ ফুট লাইন নেই! আশপাশে লাইনটির অংশও পড়ে নেই। দ্রুত শুরু হয় লাইন মেরামতির কাজ। প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে ওই লাইনে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। অবশেষে লাইন সারিয়ে সকাল সাড়ে ৯টার পর ফের ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে কে বা কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে নাশকতার ছক থাকতে পারে বলেও আশঙ্কা করছেন রেল কর্তারা। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।