প্যারিসের আইফেল টাওয়ারের ভারতীয় সংস্করণ পেতে চলেছে জম্মু কাশ্মীর! আইফেল টাওয়ারের থেকে প্রায় ৩০ মিটার বেশি দীর্ঘ চেনাব ব্রিজ হতে চলেছে পৃথিবীর দীর্ঘতম রেলব্রিজ। সমস্ত কাজ ঠিকঠাকভাবে এগোলে ২০১৯ সাল নাগাদ ভারতের মুকুটে আরও একটি বিশ্ব রেকর্ডের পালক সংযোজিত হবে।
জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর প্রায় ৩৫৯ মিটার উঁচুতে ঝুলন্ত এই ব্রিজ রিয়াজি জেলার বক্কল ও কউরির মধ্যে সংযোগ স্থাপন করবে। এছাড়া কাশ্মীর উপত্যকার সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে এই ব্রিজ। ২০০২ সালে কোঙ্কণ রেল এই ব্রিজ নির্মাণ প্রকল্পটির দায়িত্ব হাতে নেয়। দৈর্ঘ্যে ৪৮০ মিটার ও প্রস্থে ৪৬৭ মিটার ব্রিজের খিলানটিও বিশ্বের অন্যতম দীর্ঘ খিলান হিসেবে গড়ে তোলা হচ্ছে। সুরক্ষা ও মজবুতির জন্য সমগ্র ব্রিজের মাঝখানে থাকবে একাধিক টানেল।
ভূমিকম্পের তীব্রতার মাত্রা ৮ হলেও এই ব্রিজের ক্ষতি হবার কোনও আশঙ্কা থাকবে না। ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ এই ব্রিজ গড়ে তুলতে খরচ হচ্ছে প্রায় ১২৫০ কোটি টাকা। ব্রিজটি গড়ে তোলার ক্ষেত্রে প্রধান সমস্যা হল সালাল জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে চেনাব নদীর গভীর খাত।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)