বগি বাড়েনি। কিন্তু মহিলাদের জন্য বরাদ্দ হয়েছে আরও কামরা। অফিস টাইমে এমনিতেই ট্রেনে বাদুড়ঝোলা ভিড় হয়। তার আবার পুরুষদের জন্য বরাদ্দ কামরা কেটে তা মহিলাদের দিয়ে দেওয়ায় পুরুষ কামরায় চড়া দায় হয়েছে। এই অভিযোগে বৃহস্পতিবার সকালে শিয়ালদহ ক্যানিং লাইন স্তব্ধ করে দিলেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি হয় বগি বাড়াক রেল কর্তৃপক্ষ, নয়তো মহিলাদের জন্য বাড়তি কামরা নয়।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় তালদি স্টেশনে অবরোধ। লাইনে রেলের স্লিপার ফেলে লাইনের ওপর বসে পড়েন শয়ে শয়ে নিত্যযাত্রী। অনেক বুঝিয়েও তাঁদের নিরস্ত করা যায়নি। ফলে দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন দূরদূরান্তের অফিসযাত্রীরা। প্রায় ৩ ঘণ্টা অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবশেষে বেলা সাড়ে ১০টা নাগাদ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ট্রেন চলাচল শুরু হলেও ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যায়।