
ফের চলন্ত ট্রেনে ডাকাতি। এবার শিকার বিহারগামী যোগবাণী এক্সপ্রেসের যাত্রীরা। যাত্রীদের অভিযোগ ট্রেনের টিকিট পরীক্ষকের মদতেই ডাকাতি চালায় দুষ্কৃতীরা। এমনকি চলন্ত ট্রেনে তাঁদের সুরক্ষার জন্য একজন জিআরপি-রও দেখা মেলেনি বলে অভিযোগ। প্রতিবাদে মালদহ স্টেশনে বিক্ষোভও দেখান যাত্রীরা। যদিও জিআরপি লাঠিচার্জ করে ক্ষুব্ধ যাত্রীদের ছত্রভঙ্গ করে দেয়। যাত্রীদের একাংশের অভিযোগ তাঁদের হঠাতে জিআরপি যে তৎপরতা দেখায়, তার অর্ধেকও যাত্রী সুরক্ষায় দেখালে তাঁদের এভাবে সর্বস্ব খোয়াতে হতনা। গত শুক্রবার রাতে বিহারগামী যোগবাণী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে রওনা দেয়। অভিযোগ ট্রেন রামপুরহাট ছাড়ার পরই এস-২ কামরায় কয়েকজন দুষ্কৃতী ওঠে। তারপর কামরার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে টাকাপয়সা, সোনার গয়না লুঠ করে। তবে পালানোর সময় দুষ্কৃতীদের একজনকে যাত্রীরাই ধরে ফেলেন। ভোরে মালদহ স্টেশনে ট্রেন পৌঁছলে তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। তবে ট্রেনের কামরায় যথেষ্ট সুরক্ষার অভাব, ট্রেনে ডাকাতির শিকার হওয়া ও টিকিট পরীক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মালদহ স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। পরে তাঁদের হটিয়ে দেয় জিআরপি। প্রায় আধঘণ্টা এসব চলার পর ট্রেন ফের বিহারের দিকে রওনা দেয়।