খড়গপুর শাখায় নতুন ইন্টার লকিং সিস্টেম চালু করতে চলেছে রেল। তারজন্য বেশ কিছুদিন ধরেই চলছে নতুন মেশিন বসানোর কাজ। ফলে ব্যাহত হচ্ছিল ট্রেন চলাচল। রবিবার সেই কাজে ১২ ঘণ্টার জন্য একেবারেই বন্ধ করা হল ওই শাখায় ট্রেন চলাচল। সকাল ৮টা থেকে খড়গপুর শাখায় পুরোদমে কাজ শুরু করেন রেলের ইঞ্জিনিয়াররা। চলে ইন্টার লকিং সিস্টেম পরিবর্তন করে নতুন মেশিন বসানোর কাজ। রেলের তরফে জানিয়ে দেওয়া হয় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।
যাত্রীরা যাতে আশপাশের স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন তার জন্য অন্য স্টেশন পর্যন্ত পৌঁছনোর বাসের বন্দোবস্তও করে দেন রেল কর্তৃপক্ষই। তবে যাত্রীদের অভিযোগ ২টি মাত্র বাস পর্যাপ্ত নয়। যদিও রবিবার হওয়ায় ট্রেনের ওপর চাপ কম ছিল। এটাই যা রক্ষে। তবে নতুন সিস্টেম চালু হলে তাতে আখেরে যাত্রীদেরই সুবিধা হবে বলে রেলের তরফে দাবি করা হয়েছে।