ফের ভারতীয় রেলে বিভ্রাট। লাইনচ্যুত ভাস্কো দা গামা-পাটনা এক্সপ্রেস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এরমধ্যে ২ জন সম্পর্কে পিতা-পুত্র। বেশ কয়েকজন আহত। এদিন ভোর ৪ টে ২০ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার মানিকপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। গোয়া থেকে পাটনাগামী ট্রেনটির ১৩টি কামরা লাইন ছেড়ে বেরিয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হন রেলের কর্তারা। শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিক তদন্তের পর রেলকর্তাদের দাবি লাইনে ফাটল থাকায় ঘটে এই দুর্ঘটনা। ট্রেনের চালক ও গার্ডকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রেল কর্তৃপক্ষ।
রেলের তরফে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, এই দুর্ঘটনা ঘটার মাত্র ১২ ঘণ্টা আগেই লখনউয়ে একটি লোকাল ট্রেনের সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। অন্যদিকে এদিন সকালে ওড়িশার রঘুনাথপুরের কাছে একটি মালগাড়িও লাইনচ্যুত হয়।