ব্যস্ত সময়ে রেল অবরোধে জেরবার যাত্রীরা। শনিবার দুপুরে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লাইনে রেল অবরোধ করেন ক্ষুব্ধ যাত্রীরা। বন্ধ হয়ে যায় ওই লাইনে রেল চলাচল। চূড়ান্ত সমস্যায় পড়েন নিত্যযাত্রী সহ অন্যান্য যাত্রীরা। সূত্রের খবর, দেউলা স্টেশনে এক যাত্রীর কাছে টিকিট পরীক্ষক টিকিট পরীক্ষা করা কালীন টিকিট চান। কিন্তু ওই মহিলা যাত্রীর কাছে বৈধ টিকিট ছিল না। তাঁকে ফাইন করেন টিকিট পরীক্ষক। শুরু হয় টিকিট পরীক্ষকের সঙ্গে বচসা।
এরই মধ্যে ওই মহিলা যাত্রী তাঁর স্বামীকে ফোন করে ডাকেন। তিনি স্টেশনে এসে চিৎকার শুরু করেন। তাঁর দাবি স্ত্রীর কাছে বৈধ টিকিট থাকা সত্ত্বেও টিকিট পরীক্ষক অকারণে তাঁর স্ত্রীকে ফাইন করেছেন। হল্লা শুনে স্টেশন চত্বরে জড়ো হতে থাকেন অন্যান্য যাত্রীরা। ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। সেইসময় কিছু যাত্রী অবরোধ শুরু করেন। কয়েকজন যাত্রী ও স্থানীয় মানুষ রেল লাইনের ওপর বসেও পড়েন। বন্ধ হয়ে যায় রেল চলাচল। প্রায় ৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর দুপুর ২টো নাগাদ উঠে যায় রেল অবরোধ। রেল পরিষেবা স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়। একে শীতকালে নিম্নচাপের বৃষ্টি তার ওপর রেল অবরোধ, দুইয়ের জেরে চূড়ান্ত নাকাল হতে হয় রেল যাত্রীদের।