সকালের ব্যস্ত সময়ে স্তব্ধ হয়ে গেল শিয়ালদহ উত্তর শাখার মেইন লাইনের ট্রেন চলাচল। ফলে প্রবল দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। বাসে-অটোয় বা অন্য গাড়িতে অতিরিক্ত ভাড়া গুণে কর্মস্থলে পৌঁছতে হয় তাঁদের।
এদিন সকাল পৌনে ৯টা নাগাদ খড়দহ স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ দিনের ব্যস্ত সময়ে ডাউন ব্যারাকপুর লোকালের প্ল্যাটফর্ম ঘোষণায় ভুল ছিল। ফলে গাড়ি অন্য প্ল্যাটফর্মে ঢোকায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরে দুর্ঘটনার সম্ভাবনা ছিল। কেন ভুল প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে সেই অভিযোগে তাঁরা রেল লাইনে বসে পড়েন। ফলে অফিস টাইমে স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধ চলে। পরে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। সচল হয় ট্রেন। কিন্তু ততক্ষণে বেলা গড়িয়ে গেছে। আর অফিস যাত্রীদের যা ভোগান্তির শিকার হওয়ার হওয়া হয়ে গিয়েছে।