National

লম্বা ছুটি, ১৩ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে রেল?

কোনও অনুমতিপত্র হাতে নেই। তবু লম্বা ছুটিতে রেলের ৩ লক্ষ কর্মচারির মধ্যে প্রায় ১৩ হাজার। এঁদের ওপর এবার বোধহয় নেমে আসতে চলেছে একেবারে ছাঁটাইয়ের খাঁড়া। রেল মন্ত্রকের ডিসিপ্লিনারি অ্যাকশনে পড়তে চলেছেন এসব কর্মীরা। কিন্তু আচমকা এমন নড়ে চড়ে বসা কেন? রেল সূত্রের খবর, সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল রেলের শীর্ষকর্তাদের নির্দেশ দেন দেশের সব প্রান্তে কড়া খোঁজ শুরু করতে যে কতজন রেলকর্মী কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই দীর্ঘ ছুটিতে রয়েছেন। মন্ত্রীর নির্দেশে শুরু হয় খোঁজ। আর তাতেই ১৩ হাজারের ওপর এমন নাম পেয়েছেন রেল আধিকারিকরা। সেই তালিকাও নাকি তৈরি হয়ে গেছে। সেইমত তাঁদের ছাঁটাই করার নির্দেশও সংশ্লিষ্ট রেল আধিকারিকদের হাতে পৌঁছে গেছে।

নিঃসন্দেহে কড়া পদক্ষেপ। আবার সকলের জন্য একটা উদাহরণও বটে। সরকারি চাকরিতে ঢোকা শক্ত। তাড়ানো আরও শক্ত। এমন একটা চলতি প্রবাদ লোকমুখে ঘোরে। ফলে অনেক জায়গাতেই কিছু কিছু সরকারি কর্মীর মধ্যে এমন বেপরোয়াভাব লক্ষ করা যায়। তেমনই কিছু বেপরোয়া ছুটির অতি ভয়ংকর শাস্তি নেমে আসতে চলেছে এই ১৩ হাজার রেল কর্মচারির ওপর। আগামী দিনে যা দৃষ্টান্ত হয়ে থাকবে দেশের তামাম সরকারি কর্মচারির জন্য।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button