সোমবার বিকেল ৪টে। দুরন্ত গতিতে গন্তব্যের দিকে ছুটছিল উদয়ন আভা তুফান এক্সপ্রেস। হাওড়া থেকে শ্রী গঙ্গানগরগামী ট্রেনটি তখন আসানসোল ডিভিশনের মুগমা ও থাপারনগর স্টেশনের মাঝখানে। সেই সময়ে আচমকাই ট্রেনের পার্সেল কোচে আগুন ধরে যায়। আগুনের শিখা ট্রেনের বাইরেও দেখা যাচ্ছিল। প্রবল গতির কারণে শুকনো হাওয়া আগুনকে দ্রুত ছড়িয়ে দিচ্ছিল। ফলে তা পাশের বগিগুলিকে গ্রাস করতে সময় নিত না। কিন্তু তার আগেই চালক অনুমান করেন যে আগুন লেগেছে। মুহুর্তে তিনি নিশ্চিত হন যে তিনি যা ভেবেছেন ঠিক তাই। আগুন জ্বলছে পার্সেল কোচে। সেইসময়ে উপস্থিত বুদ্ধির পরিচয় দেন তিনি। সময় নষ্ট না করে আগুন অন্য বগিতে ছড়ানো আটকাতে আগুন লাগা বগিটি ট্রেন থেকে আলাদা করে দেন তিনি।
ট্রেনের ইঞ্জিন ও আগুন লাগা বগি আলাদা হয়ে যায়। বেঁচে যান বাকি বগিতে থাকা মানুষজন। পার্সেল কোচ হওয়ায় সেখানে মানুষজন কেউ ছিলেন না। ফলে আগুন লাগলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে আগুন নিভিয়ে ফেলে দমকল। এদিকে অন্য ইঞ্জিন দিয়ে ট্রেন কিছুক্ষণ পর গন্তব্যের দিকে রওনা দেয়। এ যাত্রায় চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ায় ভারতীয় রেল।