
সিগনালিং সমস্যার জের, ওভারহেড তার ছিঁড়ে যাওয়া, ট্রেনে আগুন। বুধবার দুপুরের পর থেকে একের পর এক সমস্যার জেরে শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। এদিকে বিকেলে অফিস ছুটির পর ক্লান্ত ঘরমুখী মানুষজন ট্রেন ধরতে এসে মাথায় হাত দিয়ে বসেন। ট্রেন বন্ধ। ফলে গন্তব্যে যেতে ভরসা বলতে বাস। সন্ধের পর থেকে ট্রেন বন্ধের সেই জের এসে পড়ে রাস্তায়।
একের পর এক বাসে বাদুড়ঝোলা ভিড় সৃষ্টি হয়। প্রতিটি স্টপেজে কাতারে কাতারে মানুষ। ট্রেন না পেয়ে অগত্যা বাসে জন্য অপেক্ষা। ফলে সাধারণ ভিড় থাকা বাসে এদিন পাদানিতে পা রাখারও জায়গা ছিলনা। জানলা ধরেও ঝুলতে দেখা গেছে অনেককে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন মহিলা ও বয়স্ক মানুষজন। দীর্ঘক্ষণ স্টপেজে দাঁড়িয়েও অনেকে বাসে উঠতে পারেননি। মেলেনি ট্যাক্সিও। পরে ট্রেন চলাচল শুরু হলেও রাত পর্যন্ত রাস্তার অবস্থা ছিল শোচনীয়।