দুপুর বেলা। ক্যানিং স্টেশন থেকে শিয়ালদহগামী লোকাল ছাড়তে আর কিছুক্ষণের অপেক্ষা। যাত্রীদের ভিড় হয়েছে ট্রেনে। কেউ বসে। কেউ দাঁড়িয়ে। এমন সময়ে তীব্র শব্দে চমকে ওঠেন যাত্রীরা। ফুলঝুরির মত আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে থাকে আশপাশে। ট্রেনের একটি বগিতে কিঞ্চিত আগুন দেখা যায়। মুহুর্তে আতঙ্ক গ্রাস করে যাত্রীদের। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রী থেকে ট্রেন থাকা যাত্রী, সকলেই যে যার মত ছুটে পালাতে শুরু করেন। এতে শুরু হয় ধাক্কাধাক্কি। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী।
দ্রুত ব্যবস্থা নেয় রেল। স্টেশন খালি করে ডাকা হয় দমকল। ওভারহেড তার ছিঁড়ে বগির ওপর পড়ায় বিপত্তি বলে জানা গেছে। বেশ কিছুক্ষণ পর অবস্থা নিয়ন্ত্রণে এলে ফের শুরু হয় ট্রেন চলাচল।