নির্ধারিত সময়ে মিলছে না ট্রেন। এই অভিযোগ বারবার করে আসছিলেন শিয়ালদহ-ডায়মণ্ডহারবার লাইনের যাত্রীরা। সোমবার সেই অভিযোগই চরম ক্ষোভ হয়ে ফেটে পড়ল। ক্ষোভের বহিঃপ্রকাশ হল ট্রেন অবরোধ দিয়ে। যার জেরে চরম ভোগান্তির শিকার হলেন শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মণ্ডহারবার লাইনের নিত্যযাত্রীরা।
সোমবার সপ্তাহের প্রথম দিনেই অফিস বা কর্মস্থানে পৌঁছতে কালঘাম ছুটে গেল তাঁদের। ট্রেন সময়ে না মেলার অভিযোগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে হোটর স্টেশনে রেল অবরোধ শুরু করেন যাত্রীরা। পরে সেই অবরোধ দক্ষিণ দুর্গাপুর স্টেশনেও ছড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় এই শাখায় ট্রেন চলাচল। দুপুর আড়াইটে পর্যন্ত অর্থাৎ প্রায় ৭ ঘণ্টা অবরোধ চলার পর অবশেষে ফের চালু হয় ট্রেন। ততক্ষণে ৮ জোড়া ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ।