Kolkata

গার্ডদের কর্মবিরতি, হাওড়ায় সকালে বাতিল ট্রেন, ভোগান্তি যাত্রীদের

যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সামগ্রি থাকে গার্ডবক্সে। যাতে থাকে নানা ধরণের টুল। ট্রেন কোনও কারণে লাইনচ্যুত হলে, ট্রেন কোনওভাবে লক হয়ে গেলে অথবা ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কিংবা ট্রেনে কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে এই গার্ডবক্সের বিকল্প নেই। সেই গার্ডবক্সের দায়িত্বে থাকেন গার্ডরাই। সেই গার্ডবক্স তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। তার বদলে চালু করার কথা হয়েছিল ইনবিল্ট টুলবক্সের। শিয়ালদহ স্টেশনে আগেই ইনবিল্ট টুলবক্স চালু হলেও হাওড়ায় হয়নি। শুক্রবার রাত ১২টা থেকে হাওড়ায় কার্যকরী হওয়ার কথা ছিল নতুন নিয়মের। তারই প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন হাওড়ার লোকাল ট্রেনের গার্ডরা।

নতুন টুলবক্স চালু করার বিষয়ে লিখিত চুক্তি দাবি করেন গার্ডরা। সেই দাবিতে রাতভর কর্মবিরতির পথে হাঁটেন তাঁরা। গার্ডদের ছাড়া ট্রেন চালাতে অসম্মত হন ট্রেনের চালকরাও। যার জেরে হাওড়া লাইনে শনিবার সকালে ট্রেন চলাচল ব্যাহত হয়। বাতিল করা হয় হাওড়া ডিভিশনের ৩টি লোকাল ট্রেন। মাঝপথেই দাঁড়িয়ে যায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন। ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের। পরিস্থিতি সামাল দিতে ট্রেন ইন্সপেক্টরদের দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করে রেল কর্তৃপক্ষ। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। শনিবার সকালে বিক্ষোভকারী গার্ডদের সাথে আলোচনায় বসেন রেল আধিকারিকরা। লিখিতভাবে গার্ডবক্সের বদলে নতুন টুলবক্স চালুর প্রতিশ্রুতি দেওয়া হয় গার্ডদের। বেলার দিকে উঠে যায় কর্মবিরতি। তারপরেও ট্রেন বাতিলের জেরে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। আগামী বুধবার ফের এই গার্ডবক্স ইস্যুতে গার্ডদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনার কথা রয়েছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button