গ্রুপ সি ও ডি-এর জন্য ৮৯ হাজার পদে লোক নিতে চলেছে ভারতীয় রেল। যারমধ্যে গ্রুপ সি-তে নেওয়া হবে ২৬ হাজার ৫০২ জনকে। গ্রুপ ডি-তে নেওয়া হবে ৬২ হাজার ৯০৭ জনকে। যোগ্য ব্যক্তি বিবেচিত হবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিয়ে। তার জন্য আবেদনপত্র নেওয়া চলছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ মার্চ। সূত্রের খবর, সকলকে অবাক করে ইতিমধ্যেই এই ৮৯ হাজার ৪০৯টি পদের জন্য আবেদনপত্রের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে!
এই খবরে এক ভয়ংকর ছবি উঠে এসেছে। ভারতে বেকারের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে তা এই অঙ্ক থেকেই স্পষ্ট। এখনও ওই ২ পদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার দিনক্ষণ শেষ হয়নি। ফলে আবেদনপত্রের সংখ্যা ২ কোটিও ছুঁতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সেটা কী হবে তা পরে জানা যাবে। কিন্তু বর্তমানে যে দেড় কোটি আবেদনপত্রের খবর সামনে এসেছে তা রীতিমত আতঙ্কের সৃষ্টি করেছে আমজনতার মনে। দেশে কর্মসংস্থানের বেহাল দশার কঙ্কালসার চেহারাটা এই আবেদনপত্রের সংখ্যা থেকেই পরিস্কার।