রেলে চাকরির দাবিতে রেল রোকো। আর তাতে ব্যস্ত দিনের সকালে স্তব্ধ হয়ে গেল মুম্বইয়ের মাতুঙ্গা ও দাদর স্টেশনের মধ্যে রেল যোগাযোগ। মুম্বইয়ের জীবন চলে লোকাল ট্রেনের ভরসায়। সেখানে মঙ্গলবার কর্মময় দিনের শুরুতেই হোঁচট খেতে হয় হাজার হাজার মানুষকে। কাজের জায়গায় পৌঁছতে কালঘাম ছুটে যায় তাঁদের। আটকে পড়ে অনেক দূরপাল্লার গাড়িও। এই অবস্থা চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। পরে রেল আধিকারিকদের লিখিত আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
মূলত ছাত্রদের এই অবরোধের জেরে কিন্তু এদিন মুম্বইয়ের লাইফলাইন হিসাবে বিখ্যাত মুম্বইয়ের রেল যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ল। বহু মানুষ সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে পারেননি। চরম ভোগান্তির শিকার হতে হল তাঁদের।