পৃথক বরোল্যাণ্ডের দাবিতে ভোর থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেল পরিষেবা স্তব্ধ করে দিল নিখিল বরো ছাত্র সংগঠন। এদিন ভোর ৫টা থেকে রেল অবরোধ শুরু করে তারা। অসমের বাসুগাঁও স্টেশনে অবরোধ শুরু হয়। তারপর তা ক্রমশ অন্যান্য স্টেশনে ছড়িয়ে পড়তে থাকে।
যার জেরে বহু স্টেশনে লোকাল ট্রেন তো বটেই, পাশাপাশি দূরপাল্লার ট্রেন আটকে পড়ে। যারমধ্যে ছিল সরাইঘাট এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, লোকমান্য এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেসের মত গাড়ি। চরম নাকাল হতে হয় যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা স্তব্ধ ট্রেনে বসে থাকতে হয় তাঁদের। অবশেষে বিকেল ৩ টের সময় অবরোধ তুলে নেওয়া হয়। তবে অবস্থা স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যায়।