রাতের মালদহ টাউন স্টেশন। প্রায় মাঝরাত হওয়ায় লোকজন তেমন নেই প্ল্যাটফর্ম সহ স্টেশন চত্বরে। স্টেশনে এসে দাঁড়ায় মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। রাতের নির্জনতার সুযোগ নিয়ে আচমকা ট্রেনের সংরক্ষিত কামরায় হানা দেয় এক দুষ্কৃতি। কামরায় থাকা যুবতী মৈত্রেয়ী ঝার হাত থেকে তাঁর হ্যান্ডব্যাগ সহ মোবাইল ফোন ছিনতাই করে চম্পট দেয় ওই দুষ্কৃতি। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৈত্রেয়ীও ধাওয়া করেন দুষ্কৃতিকে। তাঁর চিৎকারে মৈত্রেয়ীর সঙ্গে থাকা তাঁর বাবাও ট্রেন থেকে নেমে মেয়ের পিছু ধাওয়া করেন। তবে শেষ পর্যন্ত ছিনতাইকারী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দেয়। ব্যর্থ হয় মৈত্রেয়ীর অসমসাহসিকতার নজির রেখে দুষ্কৃতিকে পাকড়াও করার চেষ্টা।
মৈত্রেয়ীর বাবা এরপর জিআরপির কাছে খোয়া যাওয়া জিনিসের বিবরণ দিয়ে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রেন থেকে লাফ দিয়ে দুষ্কৃতিকে তাড়া করার সময় সামান্য আঘাত পান মৈত্রেয়ী। ট্রেনে বা স্টেশন চত্বরে কোনও রেল পুলিশ ছিল না বলেই জানিয়েছেন তিনি।