
সকাল সাড়ে ৮টা। ভিড়ে ঠাসা ট্রেনে ঝুলেই গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছিলেন ৪ যুবক। যারমধ্যে ২ জন কলেজ পড়ুয়া। জায়গা না থাকায় অন্যদের সঙ্গে বাইরে অনেকটাই ঝুলছিলেন তাঁরা। আর ঠিক সেই সময়েই লাইনের ধারের কংক্রিটের পোস্টে তাঁদের ধাক্কা লাগে। ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চতুর্থ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় আর ১০ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত। তবে তাঁদেরও একইভাবে মৃত্যু হতে পারত।
মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে চেন্নাইয়ের সেন্ট থমাস মাউন্ট স্টেশনের কাছে। ভিড়ে ঠাসা ট্রেনে ঝুলে ঝুলে যাত্রা চেন্নাই বলে নয় ভারতের বিভিন্ন প্রান্তের নিত্যকার দৃশ্য। সময়ে গন্তব্যে পৌঁছনোর তাড়ায় এই ঝুঁকির যাত্রা কিন্তু কেড়ে নিতে পারে প্রাণ। যা মঙ্গলবার হল। আর এদিন বলে নয়, এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এ রাজ্যেও শিয়ালদহ বা হাওড়া লাইনে এমন বাদুড়ঝোলা ট্রেন অফিস টাইমে হামেশাই দেখা যায়। এই ঝুঁকির যাত্রা কিন্তু কেড়ে নিতে পারে একটা জীবন। তাই যাত্রীদের একটু সতর্ক হওয়ার বোধহয় সময় এসেছে।