অল্পের জন্য রক্ষা বলা যেতেই পারে। প্রবল বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমানের কুলটি ও সীতারামপুর স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামে। বসে যায় লাইন। জানা যাচ্ছে তার আগে এই লাইন দিয়েই পাস করে রাজধানী এক্সপ্রেস। শুধু রাজধানী বলেই নয়। এই লাইন দিয়েই শতাব্দী এক্সপ্রেস সহ অন্য ট্রেন পাস করার কথা। এসব দ্রুত গতির যাত্রীবাহী ট্রেন লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ধস নামলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। অন্তত সেই ফাঁড়া কাটল।
রেল লাইন যেভাবে বসে গেছে তাতে তা শুক্রবারই সারিয়ে তোলা সম্ভব হবে না। রেল কর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর জানান মেরামতির কাজ শুরু হয়েছে। তবে ট্রেন চলাচল শনিবারের আগে শুরুর সম্ভাবনা নেই। ফলে এই লাইন দিয়ে যাওয়া ট্রেনগুলিকে ঝাঝা হয়ে ঘুরপথে নিয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। লাইন মেরামতির কাজ চলছে জোরকদমে।