এবার ট্রেন বেলাইন হল খোদ হাওড়া স্টেশনে। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ কারশেড থাকে প্ল্যাটফর্মে ঢোকার সময় লাইনচ্যুত হয় ইস্পাত এক্সপ্রেস। ট্রেনটির পিছনের বগিটি বেলাইন হয়ে যায়। ফলে হাওড়ার ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম অকেজো হয়ে পড়ে। না এখান থেকে কোনও ট্রেন ছাড়া যাচ্ছিল, না এই প্ল্যাটফর্মে কোনও ট্রেন আসতে পারছিল। যার ফলে ধৌলি এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে হাওড়া ছাড়তে পারেনি। এদিকে ইস্পাত এক্সপ্রেস লাইনচ্যুত হলেও তার জন্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ট্রেনে তখন কোনও যাত্রী ছিলেননা।
এদিকে ঘটনার পরই বগিটিকে ফের লাইনে বসাতে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা কাজ শুরু করেন। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর অবশেষে সেটিকে লাইনে বসিয়ে ঠেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ২১, ২২ ও ২৩ নং প্ল্যাটফর্ম থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। এদিকে এই প্ল্যাটফর্মগুলি আটকে থাকায় এদিন চরম দুর্ভোগের শিকার হন অনেক যাত্রী। ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হয় তাঁদের। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।