বৃহস্পতিবার দুপুরে ঠাকুর পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর অসম পুলিশের দ্বারা নিগৃহীতা হন বলে অভিযোগ। তারই প্রতিবাদে বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইন অবরোধ করলেন মতুয়া মহাসংঘের সমর্থকরা। ফলে প্রায় ২ ঘণ্টা আটকে পড়ে উত্তরবঙ্গ গামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ পূর্ব বর্ধমানের গুসকরা স্টেশনে অবরোধে নামেন মতুয়া মহাসংঘের একদল স্থানীয় সদস্য। গুসকরা স্টেশনেই আটকে পড়ে অসমগামী সরাইঘাট এক্সপ্রেস। পিছনে আপ লাইনে আটকে পড়ে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন। ডাউন লাইনে একইভাবে গণদেবতা, শহীদ এক্সপ্রেস সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন আটকে যায়।
উত্তরবঙ্গের রেল যোগাযোগের বিপর্যয় ঠেকাতে উদ্যোগ নিতে হয় খোদ সাংসদ মমতাবালা ঠাকুরকেই। ফোনে তিনি তাঁর অনুগামীদের আশ্বস্ত করলে সন্ধ্যা ৭টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।