রেললাইন পার হচ্ছিল ২০টি গরুর একটি দল। এদিকে ওই লাইন ধরেই ছুটে আসছিল কালকা–শতাব্দী এক্সপ্রেস। প্রবল গতির জন্য শতাব্দী এক্সপ্রেস বিখ্যাত। সেই গতিতেই ছুটে আসা ট্রেনের চালক শেষ মুহুর্তে দেখতে পান লাইনের ওপর একপাল গরু। তাদের বাঁচাতে আপৎকালীন ব্রেকও ব্যবহার করেন চালক কিন্তু শেষ রক্ষা হয়নি। গতি একটুও কমেনি ট্রেনের। গরুগুলির ওপর দিয়ে চলে যায় ট্রেনটি। ট্রেনের ধাক্কায় লাইনের দুদিকে ছিটকে পড়ে গরুগুলি। কিছু গরু লাইনে কাটাও পড়ে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ। হোলাম্বি কালান ও নারেলা স্টেশনের মাঝখানে।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত হাজির হন রেলকর্মীরা। মৃত গরুগুলিকে সরানো হয় রেললাইন থেকে। তবে ৩টি গরুর দেহ খুব বাজেভাবে আটকে যায় লাইনের খাঁজে।