চাঁদের আরও কাছে পৌঁছেও সূর্যের চিন্তায় মগ্ন ইসরো
ইসরোর চন্দ্রযান-৩ চাঁদের কক্ষে পাক খাচ্ছে। আর ক্রমশ এগিয়ে যাচ্ছে চাঁদের মাটির দিকে। চাঁদ ছোঁয়া যখন সময়ের অপেক্ষা তখন ইসরো কিন্তু মগ্ন সূর্যের চিন্তায়।
চন্দ্রযান-৩ যত চাঁদের কাছে পৌঁছবে, ততই ইসরোর বিজ্ঞানীদের চিন্তা বাড়ার কথা। কারণ চন্দ্রযান-২ চাঁদের মাটির কাছে পৌঁছে মাটি ছোঁওয়ার মাত্র কয়েক ফুট দূরে যাবতীয় নিয়ন্ত্রণ হারায়। ভেঙে পড়ে চাঁদের মাটিতে। ভেঙে টুকরো হয়ে যায় দীর্ঘদিনের পরিশ্রম আর ১৪০ কোটি দেশবাসীর আশা। এবার আর এত মানুষের হৃদয় ভাঙতে দেবেনা ইসরো। সেভাবেই নাকি সবদিক সামলে এবার চাঁদে পা রাখবে ভারত।
এমন এক ঐতিহাসিক মুহুর্তের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। আগামী ২৩ অগাস্ট ভারতীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা চন্দ্রযান-৩-এর।
সেই বিরল মুহুর্তের প্রতীক্ষায় না থেকে ইসরো কিন্তু সূর্যের দিকে চেয়ে আছে। সূর্যের কাছে পাড়ি দিতে চলেছে ভারতের আদিত্য-এল১ যান। আর তা অগাস্টেই হতে চলেছে।
অগাস্টে তাই চাঁদের পাশাপাশি সূর্য নিয়েও সমান চিন্তিত ইসরো। দম ফেলার ফুরসত নেই। যা এখনও স্থির রয়েছে তাতে চন্দ্রযান-৩ চাঁদের মাটি সফলভাবে ছুঁতে পারলে তারপর ২ দিনের মধ্যেই ইসরো আদিত্যকে সূর্যের দিকে ছুঁড়ে দেবে।
আদিত্য সূর্যের কাছে পৌঁছে তার খুঁটিনাটি পরীক্ষা করে তথ্য পাঠাবে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে সেটাও এক সোনায় মোড়া সময় হতে চলেছে।
তবে তার আগে এখন চাঁদে নামাটাও একটা বড় চ্যালেঞ্জ ইসরোর জন্য। চ্যালেঞ্জটা আরও বড় গতবারের ব্যর্থতার কারণে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা