ফের চাঁদে যাচ্ছে ভারত, কোথায় নামবে, কি করবে, কতদিন থাকবে, সব বন্দোবস্ত পাকা
চন্দ্রযান-৩-এর সাফল্য ভারতের সম্মান শতগুণে বাড়িয়ে দিয়েছিল। ফের চাঁদে যাচ্ছে ভারত। চাঁদের কোথায় নামবে, কতদিন থেকে কি কাজ করবে, সব স্থির হয়ে গেল।

২০২৩ সালে চন্দ্রযান-৩-এর চাঁদে পা রাখা ভারতের মুকুটে সেরার পালক জুড়ে দিয়েছিল। মহাকাশ বিজ্ঞানের জগতে ভারত বিশ্বের অন্যতম দেশ হিসাবে চিহ্নিত হয়ে যায়। এবার ফের সেই চাঁদে পাড়ি দিতে চলেছে ভারত।
ন্যাশনাল স্পেস মিশন ইসরোর এই উদ্যোগে ছাড়পত্র দিয়ে দিয়েছে। লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স মিশন নামে এবার চাঁদে যেতে চলেছে ভারত। এই অভিযানে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা।
ভারতের এবারের চন্দ্রাভিযান অনেক বেশি সময়ের জন্য হতে চলেছে। চন্দ্রযান-৩-এর প্রায় ৫ গুণ সময় ধরে এই মিশন চলবে। চাঁদে লুপেক্স মিশন চলবে ১০০ দিন। এবার ল্যান্ডার নামবে একদম চাঁদের দক্ষিণ মেরুর ৯০ ডিগ্রি বিন্দুতে।
লুপেক্সের মূল কাজ হবে চাঁদে জল খোঁজা। যা চাঁদের উপরিস্তর এবং মাটির তলায় লুকিয়ে আছে। এছাড়া চাঁদে মূল্যবান সম্পদ খুঁজে বার করাও হবে তার কাজ। এছাড়া নরম ধুলো হয়ে যাওয়া পাথর, মাটির সঙ্গে মিশে থাকা জলেরও খোঁজ করবে ভারতের এই মিশন।
লুপেক্স রোভার এবং রকেট তৈরির দায়িত্ব নিয়েছে জাক্সা। তবে ল্যান্ডার বানাবে ইসরো। এবার যে রোভার যাবে তা চন্দ্রযান-৩-এর রোভারের চেয়ে অনেক বড়। চন্দ্রযান-৩-এর ওজন ছিল ২৬ কেজি। সেখানে লুপেক্স রোভারের ওজন হচ্ছে ৩৫০ কেজি।
লুপেক্স মিশন আগামী দিনে চাঁদে মানুষ পাঠানোর রাস্তা সুগম করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। ২০৪০ সালের মধ্যে ভারত চাঁদে মানুষ পাঠাতে চায়। সেই লক্ষ্যে এগোতে গেলে লুপেক্স মিশনের সাফল্য জরুরি বলেও মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা