মহাকাশ বিজ্ঞানে ভারতের মুকুটে নতুন পালক, শুরু হল গ্রহান্তরে থাকার উদ্যোগ
মহাকাশ বিজ্ঞানে ভারত তার দক্ষতা ইতিমধ্যেই বিশ্বের কাছে প্রমাণ করেছে। এবার ইসরো শুরু করল আর এক অভিনব উদ্যোগ। যা আগামী দিনে গ্রহান্তরে থাকা সহজ করে দেবে।
ভারত মহাকাশ বিজ্ঞানে একের পর এক এমন সাফল্য পেয়েছে যে বিশ্বজুড়ে মহাকাশ বিজ্ঞান চর্চায় প্রথম কয়েকটি দেশের মধ্যে নিজের জায়গা করে নিতে পেরেছে। ভারতকে বেশ সমীহের চোখেই দেখছে সকলে। এবার ইসরো আরও এক ধাপ এগিয়ে গেল।
আগামী দিনে ভারত একের পর এক মহাকাশ অভিযানের ব্যবস্থা করছে। যেখানে গ্রহান্তরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পৃথিবীর বাইরে গিয়ে সেখানকার নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হবে। সেভাবেই বাঁচতে হবে। সেখানে থাকতে হবে।
সেইসব প্রতিকূলতা কেমন হবে এবং তার সঙ্গে কীভাবে যুঝতে হবে তা বুঝতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো লাদাখের লেহ-তে একটি জায়গায় একটি অ্যানালগ স্পেস মিশন শুরু করল।
এমন মিশন ভারতে এই প্রথম। লেহ-তে গ্রহান্তরের মত পরিবেশ তৈরি করে সেখানে খাপ খাওয়ানোর লড়াই করা শিখবে এই মিশন। জানবে সমস্যা কতরকম আসতে পারে।
আগামী দিনে ভারতীয় মহাকাশচারীদের জন্যও এই পরীক্ষা অনেক কাজে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। হ্যাব-১ নামে এই মিশন অনেক কিছু জানান দেবে। জানা যাবে মহাকাশে যাওয়ার পর কতরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
কি পরীক্ষা হবে লেহ-তে? এখানে বিজ্ঞানীরা বেশ কয়েকটি পরীক্ষা করবেন। যেমন পরীক্ষা করা হবে নতুন প্রযুক্তি কেমন কাজ করছে। এছাড়া রোবোটিক যন্ত্রপাতি কেমন কাজ করছে, মানুষের বসবাসের তা কতটা যোগ্য। কী ধরনের যান সেখানে ব্যবহার করা যাবে।
দেখা হবে সেখানে যোগাযোগ বন্দোবস্ত কতটা শক্তিশালী করা যেতে পারে সেদিকটাও। আগামী দিনে ভারত চাঁদ, মঙ্গলগ্রহ এবং তারও পরে অন্য গ্রহান্তরে মানুষ পাঠানোর কথা ভাবছে। সেক্ষেত্রে এই পরীক্ষা পদক্ষেপকে অনেক সহজ করে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা