ডিসেম্বরে সূর্য রহস্য উন্মোচন অভিযানে ইতিহাস গড়তে চলেছে ভারত
ফের ভারতের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। ডিসেম্বরে কার্যত ইতিহাস গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সূর্য অভিযানে বড় ভূমিকা।
সংবাদ সংস্থা আইএএনএস-কে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যে দেশকে ফের গর্বিত করতে চলেছে তা পরিস্কার করে দিলেন তিনি। আর তা হতে চলেছে ডিসেম্বরেই। কি হতে চলেছে?
সূর্যের রহস্য উন্মোচনে এবার যান পাঠাতে চলেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। প্রোবা-৩ নামে এই যান সূর্যের কাছে পৌঁছে সোলার রিময়ের কাছে থাকা করোনাকে খুব কাছ থেকে পরীক্ষা করে দেখবে।
এতে সূর্যকে আরও ভাল করে জানা যাবে। তার পরিবর্তন সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করা যাবে। এই উদ্যোগে হাত মিলিয়েছে ইসরো। ইসরোই এই প্রোবা-৩-কে পৌঁছে দেবে মহাকাশে।
আগামী ডিসেম্বরেই ইসরোর শ্রীহরিকোটা লঞ্চপ্যাড থেকে পাড়ি দেবে প্রোবা-৩। পিএসএলভি-এক্সএল রকেটে চেপে তা পাড়ি দেবে। এ রকেট একেবারেই ভারতের নিজস্ব রকেট।
পিএসএলভি প্রোবা-৩-কে উড়িয়ে নিয়ে যাবে পৃথিবীর মাটি থেকে। মন্ত্রী আরও জানান, সূর্যের আবহাওয়া সম্বন্ধে জানার চেষ্টায় যৌথভাবে শামিল হচ্ছেন ইএসএ এবং ইসরোর বিজ্ঞানীরা।
২টি কৃত্রিম উপগ্রহ নিয়ে তৈরি হয়েছে প্রোবা-৩। এই ২টি কৃত্রিম উপগ্রহ মিলে একটি ১৪৪ মিটারের যন্ত্র তৈরি করবে। যা সূর্যের করোনাগ্রাফ তৈরি করবে।
সূর্যের তীব্র উজ্জ্বলতার কারণে বিজ্ঞানীদের পক্ষে সূর্যের করোনা পরীক্ষা কঠিন হয়। এই যন্ত্র সেই সমস্যার ঊর্ধ্বে উঠে করোনা পরীক্ষা করতে সাহায্য করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা