উৎক্ষেপণ করা হয়েছিল গত বৃহস্পতিবার। ৩ ধাপে উপগ্রহটিকে তার কক্ষপথে স্থাপন করা হচ্ছিল। তারই চূড়ান্ত ধাপ ছিল রবিবার। যেদিন ঠিকঠাকভাবে উপগ্রহটি তার নির্দিষ্ট কক্ষপথে উপস্থাপিত হত। শুরু করত কাজ। কিন্তু তার আগেই উপগ্রহটির সঙ্গে সংযোগ হারিয়ে গেল ইসরোর। সেকথা ইসরোর তরফে স্বীকারও করা হয়েছে। এটা অবশ্যই ভারতের জন্য উদ্বেগের এবং কষ্টের বিষয়।
অত্যন্ত শক্তিশালী যোগাযোগ উপগ্রহ জিস্যাট-৬এ-র সঙ্গে এদিন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। কোথায় হারিয়ে গেল সেটি তার খোঁজ শুরু করেছেন বিজ্ঞানীরা। তবে এটা যে ভারতের জন্য বড় ধাক্কা তা মেনে নিচ্ছেন সকলেই। সদ্য পাঠানো উপগ্রহটি মহাকাশে কোনও দুর্ঘটনার শিকার হল কি না খতিয়ে দেখা হচ্ছে।
উপগ্রহটি কাজ শুরু করলে তা ভারতের যোগাযোগ প্রযুক্তিতে যুগান্ত আনত। মোবাইল সংযোগ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ আরও সুগম ও শক্তিশালী করতে এই উপগ্রহটি যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করত বলেই জানতে পারা গেছে।