SciTech

চাঁদে যাওয়ার খরচ অনেক, তবে একটা উপায় আছে, রাস্তা দেখালেন ইসরোর চেয়ারম্যান

চাঁদে যাওয়ার খরচ অনেক। এটা পরিস্কার করে দিলেন ইসরোর চেয়ারম্যান। তবে একটা উপায় আছে। সেই পথ দেখিয়ে দিলেন ইসরোর চেয়ারম্যান।

মহাকাশ বিজ্ঞানের মানচিত্রে ভারত এখন বিশ্বের অন্যতম উজ্জ্বল তারকা। রাশিয়া, আমেরিকা, চিন, ভারত, জাপান এখন মহাকাশ বিজ্ঞানে দুনিয়া কাঁপাচ্ছে। ইতিমধ্যেই চাঁদের মাটিতে ল্যান্ডার নামিয়ে ও রোভার গড়িয়ে বিশ্বকে চমক দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

সেই সঙ্গে সূর্যের ওপর সারাক্ষণ নজর রাখতে এল১ পয়েন্টে পৌঁছে গেছে ভারতের আদিত্য। একের পর এক মহাকাশ বিজ্ঞানে সাফল্যের পরও পড়ুয়াদের সঙ্গে কথোপকথনে চাঁদে যাওয়া নিয়ে সমস্যার কথা তুলে ধরলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ।


তিনি জানান, চাঁদে যাওয়ার খরচ অনেক। ভারত সরকার ইসরোকে ১২ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ করে। যা দিয়ে চাঁদের যাওয়ার মত বড় মিশন অসম্ভব। তাহলে উপায়! উপায় একটা আছে। আর সেই উপায়ের কথা ইসরোর চেয়ারম্যানই সামনে আনলেন।

এস সোমনাথ স্পষ্ট করে দিয়েছেন, চাঁদের যাওয়ার খরচ এতটাই বিপুল যে এজন্য কেবলমাত্র সরকারের ওপর ভরসা রাখা যাবেনা। এজন্য দরকার বেসরকারি বিনিয়োগ। দরকার ব্যবসার পথ খোলা। যাতে বেসরকারি বিনিয়োগ আসতে পারে ইসরোর মিশনে।


নাহলে কিছু করার পর সরকার একসময় তা বন্ধ করতে বলতে পারে। এমনটা হলে যে ইসরোর এগিয়ে যাওয়া মিশনও মাঝপথে থেমে যাবে সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সোমনাথ।

ইসরো যে এখন সরকারি ব্যয় বরাদ্দের ওপর নয়, বরং মহাকাশে আরও বড় পদক্ষেপ করতে বেসরকারি বিনিয়োগকেই পাখির চোখ করতে চাইছে, বেসরকারি বিনিয়োগ চাইছে, তা এদিন স্পষ্ট হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button