SciTech

মহাকাশে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, কবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

আগামী ১০ বছরে আমূল বদলাতে চলেছে ভারতের মহাকাশ অর্থনীতি। ভারত নিজের স্পেস স্টেশনও তৈরি করছে মহাকাশে। কবে তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

হতে পারে নাসা অনেক আগে তৈরি হয়েছে, ইসরো তার পরে। কিন্তু ইসরো এখন পৃথিবীর কোনও এমন মহাকাশ গবেষণা সংস্থার চেয়ে কম নয়। এমনই দাবি করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

ভারতীয় মহাকাশ বিজ্ঞানের আগামী পরিকল্পনার কথাও এদিন বিস্তারিত জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, আগামী ১০ বছরের মধ্যে ৩ গুণ বৃদ্ধি পেতে চলেছে ভারতের মহাকাশ অর্থনীতি।


ইতিমধ্যেই মহাকাশ গবেষণা ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগে রাস্তা খুলেছে কেন্দ্র। আগামী দিনে বিশ্ব মহাকাশ অর্থনীতিতেও একটা বড় অংশ থাকতে চলেছে ভারতের।

মন্ত্রী আরও জানান, ভারত এখনও পর্যন্ত ৪৩২টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। তারমধ্যে ২০১৪ সালের পর গিয়েছে ৩৯৭টি কৃত্রিম উপগ্রহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণা ক্ষেত্রে অগ্রগতিতে অনেকটাই জোয়ার এনেছেন বলে দাবি করেন মন্ত্রী।


মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরি কবে হবে? এর উত্তরে মন্ত্রী জানান ভারতের ২০৩৫ সালে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন থাকবে। ফলে আগামী ১০ বছরের মধ্যে যে ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যাবে তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

ভারতীয় মহাকাশ গবেষণা যে এখন পৃথিবীর অন্যতম এক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে, সব দেশই ভারতকে সমীহের চোখে দেখছে, তা নিয়ে বাস্তবেই প্রশ্নের অবকাশ তেমন নেই।

আগামী দিনে মহাকাশ গবেষণায় এই গতি ভারত ধরে রাখতে পারে কিনা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button