মহাকাশে ফের নতুন মাইলফলকের অপেক্ষায় ভারত, বাকি মাত্র কয়েকটা দিন
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একের পর এক সাফল্যের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে বিশ্বকে চমক দিয়ে চলেছে। এবার ফের মুকুটে নতুন পালক গুঁজতে চলেছে ইসরো।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এখন বিশ্বের তাবড় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে একসারিতে উচ্চারিত হচ্ছে। আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সির মত নামের সঙ্গে জুড়ে গেছে ইসরোর নামও।
কারণ ইসরোর ধারাবাহিক সাফল্য। মহাকাশ গবেষণায় ইসরো ধারাবাহিকভাবে তাদের একটার পর একটা সাফল্য বিশ্বকে উপহার দিচ্ছে। ফলে ভারতের ইসরো যে হাতেগোনা কয়েকটি প্রথমসারির মহাকাশ গবেষণা সংস্থার মধ্যে পড়ছে তা পরিস্কার হয়ে গেছে। সেই ইসরো এবার সেঞ্চুরি হাঁকাতে চলেছে।
আগামী ২৯ জানুয়ারি সেই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে চলেছে দেশ। ওইদিনই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আকাশে উড়ে যাবে জিএসএলভি-এফ১৫ রকেট।
ভারতের এই রকেট মহাকাশে পৌঁছে দেবে কৃত্রিম উপগ্রহ এনভিএস-০২-কে। যা প্রতিস্থাপিত হবে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে। ২৯ জানুয়ারি ভোর ৬টা ২৩ মিনিটে উড়ে যাওয়ার কথা ওই রকেটের। আর পুরোটা পূর্বপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে তা হবে ইসরোর মহাকাশে শততম অভিযান।
১৯৭৯ সালের ১০ অগাস্ট শ্রীহরিকোটা থেকে ভারত তার প্রথম রকেট ছোঁড়ে আকাশে। যা ছিল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এসএলভি। তারপর বহু রকেট উড়ে গেছে আকাশে। নানা কাজে সঙ্গে নিয়ে গেছে কৃত্রিম উপগ্রহ থেকে মহাকাশযান।
৪৬ বছর পর ইসরো তার শততম রকেটটি পাঠাতে চলেছে আকাশে। আগামী ২৯ জানুয়ারি হতে চলেছে সেই ঐতিহাসিক দিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা