ভারতের চন্দ্রযান-৫ হচ্ছে, কবে পাড়ি দেবে চাঁদে, সঙ্গে কি যাবে, জানিয়ে দিল ইসরো
ভারতের মহাকাশে সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হচ্ছে। চন্দ্রযান-৫ হচ্ছে বলে জানিয়ে দিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। সঙ্গে কি যাবে তাও জানা গেল।

চাঁদে কোনও ভারতীয়কে পাঠানোর পথে একটা একটা করে ধাপ এগিয়ে চলেছে ভারত। মহাকাশ বিজ্ঞানে ভারত যে একটি শক্তিশালী জায়গায় পৌঁছতে পেরেছে তা বিশ্বের অজানা নয়। চাঁদে পা রাখার ক্ষেত্রে চন্দ্রযান-৩ দিয়ে ইতিমধ্যেই বিশ্বকে চমকে দিয়েছে ভারতের ইসরো।
আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই প্রথম দেশ যারা চাঁদে পা রাখে। তাও আবার প্রথম কোনও দেশ হিসাবে যারা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারে। সেই সাফল্যের পর ২০২৭ সালে চন্দ্রযান-৪ নিয়ে ফের চমকের জন্য তৈরি ভারত।
চন্দ্রযান-৪-এর চাঁদে পৌঁছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফের ভারতে ফিরে আসার কথা। এতে চাঁদের মাটি, পাথর ভারতীয় গবেষকদের চাঁদকে আরও ভাল করে চিনতে সাহায্য করবে।
তারপর চন্দ্রযান-৫ করার ইচ্ছা থাকলেও তার জন্য দরকার ছিল কেন্দ্রীয় সবুজ সংকেত। তা এবার পেয়ে গেল ইসরো। কেন্দ্র চন্দ্রযান-৫ অভিযানকে অনুমোদন দেওয়ায় তার প্রস্তুতি এবার শুরু করে দিতে পারবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কেন্দ্রীয় অনুমোদনের কথা নিশ্চিত করেছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন।
ভারত মহাকাশ বিজ্ঞানে একগুচ্ছ লক্ষ্য স্থির করেছে। চন্দ্রযান-৫ অনুমোদন পাওয়ার পর চন্দ্রযান-৫-কে আগামী দশকে চাঁদে পাঠাতে চাইছে ইসরো। সঙ্গে যাবে ২৫০ কেজি ওজনের একটি রোভার।
জাপানের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা এই রোভার বিস্তারিত ভাবে চাঁদের মাটি ও তার গঠন পরীক্ষা করে দেখবে। প্রসঙ্গত চন্দ্রযান-৩-এ রোভার প্রজ্ঞান-এর ওজন ছিল ২৫ কেজি। এরপর চন্দ্রযান-৬-এরও পরিকল্পনা রয়েছে ইসরোর। ভারত ২০৪৫ সালে চাঁদে মানুষ পাঠাতে চাইছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা