
চমক দিল অ্যাটলেটিকো দে কলকাতা! এবার কলকাতার লাল সাদা জার্সি গায়ে সবুজ গালিচায় ছুটতে দেখা যাবে দিয়েগো ফোরলানকে। সূত্রের খবর, উরুগুয়ের এই প্রাক্তন তারকা ফুটবলারের এটিকেতে খেলা পাকা হয়েছে। এর আগে একটি বাংলা চ্যানেলের উদ্বোধন উপলক্ষে কলকাতায় পা রেখেছিলেন বিশ্ব ফুটবলের এই অন্যতম নক্ষত্র। এবার ৩৭ বছরের সেই ফোরলান বল পায়ে কলকাতার জন্য ছুটবেন একথা ভেবেই শিহরিত ফুটবল প্রেমীরা। যদিও এটিকের তরফে এ ব্যাপারে কিছু জানান হয়নি। তবে ইতিমধ্যেই এই খবরে সোশ্যাল মিডিয়ায় হৈহৈ পড়ে গেছে। শেষ পর্যন্ত ফোরলান কলকাতার হয়ে খেলতে নামলে প্রতিযোগিতা শুরুর আগেই মনোবলের দিক থেকে এটিকে অন্যান্য দলের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞেরা।